কিশোরগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ২০০টি ইয়াবা বড়িসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৫ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জ সদর থানাধীন লতিবাবাদ পূর্বচরপাড়া থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন সদর থানা এলাকার শাহিন আলম (৩৩), বিল্লাল মিয়া (৩০), জুয়েল মিয়া (৩০), আওলাদ হোসেন সাগর (২৬) ও মাহাবুব আলম (২২)।
কিশোরগঞ্জ ডিবির উপপরিদর্শক (এসআই) মো. মোবারক হোসেন জানান, আসামিদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।