কিশোরগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ১০০টি ইয়াবা বড়িসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২০ ফেব্রুয়ারি) রাতে তাড়াইল থানাধীন কাজলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আসামি ইয়াছিন রোকনের (২২) বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ থানা এলাকায়।
ডিবি কিশোরগঞ্জের উপপরিদর্শক (এসআই) মো. রমজান আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ইয়াবা বড়িসহ রোকনকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে তাড়াইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।