কিশোরগঞ্জ জেলাপুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) মাদকবিরোধী অভিযান চালিয়ে সাত বোতল ফেনসিডিলসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
জেলা ডিবির একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ৩১ আগস্ট রাত ১১ টার দিকে ভৈরব থানাধীন লক্ষ্মীপুর এলাকার শহীদুল্লাহ কায়সার মার্কেটের একটি দোকানের সামনে ফাঁকা জায়গায় অভিযান চালিয়ে চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে সাত বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন-হান্নান শিকদার ওরফে কান কাটা হান্নান (৪০), মো. মাসুস মোল্লা (৩৮), আবিদ হাশান জজ মিয়া (৩৮) ও মো. মামুন প্রধান
এ ঘটনায় কিশোরগঞ্জের ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা হয়েছে।