কিশোরগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
জেলা ডিবির একটি চৌকস টিম ২৫ আগস্ট রাত পৌনে ১০ টায় সদর থানাধীন বিন্নাটি বাজারের পাশে কিশোরগঞ্জ টু ভৈরব হাইওয়ে রাস্তার পূর্ব পাশে অভিযান চালিয়ে মো. শাজাহান মিয়া (৫০) নামের ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করে। এরপর তাঁর কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করে।
এ ঘটনায় কিশোরগঞ্জ সদর-মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।