কিশোরগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। কুলিয়ারচর থানা এলাকায় ২১ জুলাই (শুক্রবার) রাতে অভিযানটি পরিচালিত হয়।
গ্রেপ্তার আসামিদের নাম মো. শান্ত মিয়া ওরফে চাশতু মিয়া (৪৫) ও মো. জামাল (৪৪)।
জেলা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল ২১ জুলাই রাত সোয়া ১০টার দিকে কুলিয়ারচর থানার ছয়সূতি বাজার এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ শান্ত ও জামালকে গ্রেপ্তার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, তাঁরা বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে কুলিয়ারচর থানা ও আশপাশের এলাকাগুলোয় বিক্রি করেন। তাঁদের বিরুদ্ধে কুলিয়ারচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।