কিশোরগঞ্জের কটিয়াদী থানার দক্ষিণ মধ্যপাড়া এলাকা থেকে মো. ফরিদ মিয়া (৫০) নামের এক ব্যক্তিকে সাড়ে তিন কেজি গাঁজাসহ আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। উপপরিদর্শক (এসআই) মো. রমজান আলীর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার রাতে ফরিদ মিয়াকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরিদ মিয়া পুলিশকে বলেছেন, তিনি দেশের বিভিন্ন অঞ্চল থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য এনে কিশোরগঞ্জ জেলাসহ আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছিলেন। কটিয়াদী মডেল থানায় তাঁর বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।