কিশোরগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ২০০টি ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। ভৈরব থানা এলাকা থেকে ২৩ জুন (শুক্রবার) সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামির নাম মো. আবুল বাদশা (৩৮)।
জেলা পুলিশ জানায়, ডিবির একটি দল ২৩ জুন সন্ধ্যা ৭টার দিকে ভৈরব থানার শ্রীনগর পশ্চিমপাড়া বাউল বাড়ি এলাকায় অভিযান চালিয়ে ২০০টি ইয়াবাসহ বাদশাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাদশা জানিয়েছেন, তিনি বিভিন্ন অঞ্চল থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে কিশোরগঞ্জসহ আশপাশের এলাকাগুলোয় দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছেন। তাঁর বিরুদ্ধে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।