কিশোরগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ২০০ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। পাকুন্দিয়া থানা এলাকা থেকে ১ জুন (বৃহস্পতিবার) রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার আসামিদের নাম মো. আল আমিন (২৯) ও শরিফুল ইসলাম ওরফে শরিফ (৩২)।
জেলা পুলিশ জানায়, ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ১ জুন রাত সোয়া ১১টার দিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার চরফরাদী দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২০০টি ইয়াবাসহ আল আমিন ও শরিফুলকে গ্রেপ্তার করেছে। জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছেন, তাঁরা বিভিন্ন অঞ্চল থেকে মাদকদ্রব্য কিনে এনে কিশোরগঞ্জ ও আশপাশের জেলাগুলোয় দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছিলেন। তাঁদের বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।