কিশোরগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। কিশোরগঞ্জের ভৈরব থানা এলাকা থেকে ১৬ এপ্রিল (রোববার) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিদের নাম আরিফুল ইসলাম (৩১), মো. নরুল হুদা (৩৩) ও মো. মোশারফ (৪৫)।
জেলা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল ১৬ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে ভৈরব থানার ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২৮০টি ইয়াবাসহ আরিফুল, নরুল ও মোশারফকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।