কিশোরগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ১০০টি ইয়াবা বড়িসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৪ মার্চ) দুপুরে কিশোরগঞ্জ সদর থানাধীন কুট্টাঘর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন কিশোরগঞ্জ থানা এলাকার সুমন বাপ্পি (৩০), মৌলভীবাজারের কমলগঞ্জ থানা এলাকার আলাউদ্দিন (৪০) এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা এলাকার বাসুনা (৩০)।
কিশোরগঞ্জ ডিবির উপপরিদর্শক (এসআই) মো. মোবারক হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ইয়াবা বড়িসহ আসামিদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে কিশোরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।