আটক দুজন। ছবি : বাংলাদেশ প্রতিদিন

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকা থেকে ট্রেনের ৪৯টি টিকিটসহ দুজনকে আটক করেছে র‌্যাব। তাঁরা হলেন কিশোরগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব তারাপাশা এলাকার বাচ্চু মিয়া (৫৬) ও পশ্চিম তারাপাশা এলাকার সজীব কুমার দাস (৬০)।

আজ বুধবার বিকেলে র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে। খবর বাংলাদেশ প্রতিদিনের।

র‌্যাব জানিয়েছে, অনলাইন ও কাউন্টার থেকে একটি চক্র ট্রেনের টিকিট অগ্রিম কিনে অবৈধভাবে নিজেদের কাছে মজুত করে রাখে। পরে সাধারণ জনগণের মধ্যে বেশি দামে বিক্রি করে। বেশ কিছু দিন ধরে বিভিন্ন মাধ্যমে র‌্যাবের কাছে এমন অভিযোগ আসতে থাকে।

কিশোরগঞ্জ রেলওয়ের টিকিট কালোবাজারি রোধ ও কালোবাজারিদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ায় র‍্যাব। এরই পরিপ্রেক্ষিতে বুধবার বিকেলে অভিযান চালিয়ে ট্রেনের ৪৯টি আসনের অগ্রিম টিকিটসহ ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। ওই সময় তাঁদের কাছ থেকে দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন রেলের টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দিয়ে তাঁদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে।