
বাংলাদেশ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ- ২০২১ এর চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (৩ নভেম্বর) বাংলাদেশ কাবাডি ক্লাবের আয়োজনে পিওএম পুলিশ লাইনস কাবাডি মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঢাকা রেঞ্জ বাংলাদেশ পুলিশের অফিশিয়াল ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য জানানো হয়।
চূড়ান্ত প্রতিযোগিতায় ডিএমপি দল নারায়ণগঞ্জ জেলা পুলিশ দলকে ৩৫-৩২ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
ডিএমপি কমিশনার ও বাংলাদেশ পুলিশ কাবাডি ক্লাবের সভাপতি মোহা. শফিকুল ইসলাম বিপিএম (বার)-এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন র্যাবের মহাপরিচালক ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিবিএম, পিপিএম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)-সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
অতিথিরা বিজয়ী দল ডিএমপিকে পুরস্কার প্রদান করেন।