কিশোরগঞ্জের শ্রেষ্ঠ ওসির পুরস্কার পেয়েছেন ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম।
বৃহস্পতিবার (২৩ মার্চ) জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাঁকে শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কৃত করেন কিশোরগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ। খবর জাগো নিউজের।
এ ছাড়া একই কৃতিত্বের জন্য ভৈরব থানার উপ-পরিদর্শক (এসআই) উসমান গণি জেলার শ্রেষ্ঠ এসআই ও ভৈরব সার্কেল এএসপি দেলোয়ার হোসেনকে জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসারের পুরস্কার দেওয়া হয়েছে।
ওয়ারেন্ট তামিল ও মাদক প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ ভূমিকা রাখায় মোহাম্মদ মাকছুদুল আলমকে শ্রেষ্ঠ ওসির পুরস্কার দেওয়া হয়। এর আগেও ৯ ফেব্রুয়ারি তিনি একই কৃতিত্বের জন্য শ্রেষ্ঠ ওসির পুরস্কার পান।
এ বিষয়ে ভৈরব থানার ওসি মাকছুদুল আলম বলেন, চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক, সন্ত্রাস, জুয়াসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা সোচ্চার আছি। সংসদ সদস্য নাজমুল হাসান পাপন ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের নির্দেশনায় ভৈরবকে সব সময় সর্বোচ্চ সেবা দেওয়ার মানসিকতা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও ভালো কাজ করার এ ধারা অব্যাহত রাখতে সবার সহযোগিতা চাই।