কিশোরগঞ্জের ভৈরব থানা-পুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ এক আসামিকে গ্রেপ্তার করেছে। ১৭ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামির নাম মো. হৃদয় ওরফে রাকিব (২৩)। তাঁর কাছ থেকে ৩ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
কিশোরগঞ্জ জেলা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব থানা-পুলিশের একটি দল ১৭ নভেম্বর বেলা আড়াইটার দিকে থানার ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে ৩ কেজি গাঁজাসহ হৃদয়কে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে ভৈরব থানায় মামলা হয়েছে।