কিশোরগঞ্জের তাড়াইলে ৪ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে তাড়াইল থানা-পুলিশ।
জানা গেছে, গত শুক্রবার বেলা ১১টার সময় ৪ বছর বয়সী এক শিশুকে তার প্রতিবেশী চাচাতো দাদা আজিম উদ্দিন (৭০) ঘর থেকে ডেকে নিজ বসতবাড়িতে নিয়ে ধর্ষণ করেন।
এ ঘটনায় তাড়াইল থানায় গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার সময় মামলা হয়।
মামলার পরিপ্রেক্ষিতে থানার এসআই মো. হুমায়ুন কবির অভিযান চালিয়ে মাত্র ৩ ঘণ্টার মধ্যে অর্থাৎ রাত আনুমানিক সাড়ে তিনটার সময় অভিযুক্ত ধর্ষককে গ্রেপ্তার করেন।
আসামিকে আদালতে সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।