কিশোরগঞ্জের কুলিয়ারচর থানা-পুলিশের তৎপরতায় মানসিক ভারসাম্যহীন তাসলিমাকে (২০) ফিরে পেয়েছেন তাঁর মা ও বাবা।
কুলিয়ারচর থানার মাদবদী এলাকায় শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে মানসিক ভারসাম্যহীন মোসাম্মৎ তাসলিমাকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দেয়।
পরবর্তী সময়ে কুলিয়ারচর থানার একটি দল তাসলিমাকে থানায় এনে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী হেল্প ডেস্কে রাখে। তাঁকে পাহারার দায়িত্বে নারী পুলিশ নিয়োগ করা হয়।
তাসলিমাকে জিজ্ঞাসা করে পুলিশ জানতে পারে, তাঁর গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরায়, যিনি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিজয়পাড়ায় থাকেন।
পরবর্তী সময়ে তাসলিমার বাবাকে খবর দিলে তিনি কুলিয়ারচর থানায় এসে মেয়েকে নিয়ে যান।