কিশোরগঞ্জ জেলার ইটনা থানার পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
ইটনা থানার এসআই উজ্জল মিয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে আজ ১০ মার্চ সকালে ইটনা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করার সময় ইটনা থানাধীন মৃগা (আমিন নগর) এলাকা থেকে মাদক কারবারি সালাউদ্দিনকে (৩৫) আটক করে। এ সময় তার হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে তালিকা মূলে জব্দ করা হয়।
এ ঘটনায় আসামির বিরুদ্ধে ইটনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। এরপর আসামিকে আদালতে সোপর্দ করা হয়।