কিশোরগঞ্জ জেলার ইটনা থানার পুলিশ অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে ইটনা থানার এসআই লুৎফর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ইটনা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযানে চেকপোস্ট ডিউটি করার সময় ইটনা জেটিঘাট সংলগ্ন এলাকা থেকে তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করে।
এরা হলেন মো. জসিম উদ্দিন (৩৮), মোসা. লুৎফা আক্তার (৩৬), ও আসমা আক্তার (৩৪)। তাদের প্রত্যেকের ব্যাগের ভিতর থেকে ১০ কেজি করে সর্বমোট ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে এসব গাঁজা জব্দ করা হয়।
গ্রেপ্তার মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।