রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানার সদস্যদের তৎপরতায় মো. সরোয়ার হোসেন (৭) নামের এক নিখোঁজ শিশুকে উদ্ধার করা হয়েছে।
গত সোমবার (৩ জুন) বিকেলের দিকে কাশিয়াডাঙ্গা থানাধীন আলীগঞ্জ এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়। সে ওই এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
কাশিয়াডাঙ্গা বিভাগের উপপুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) বিভূতি ভূষন ব্যানার্জী পিপিএম জানান, ভুক্তভোগী সরোয়ার কাশিয়াডাঙ্গা থানাধীন কাঁঠালবাড়িয়ার একটি মাদ্রাসায় থেকে পড়াশোনা করে। ১ জুন দুপুরের দিকে কাউকে না জানিয়ে মাদ্রাসা থেকে বেরিয়ে যায় সে। খোঁজাখুঁজির পর কোথাও না পেয়ে কাশিয়াডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে তার পরিবার।
তিনি জানান, তদন্তের একপর্যায়ে কাশিয়াডাঙ্গা থানাধীন আলীগঞ্জ এলাকায় বন্ধুর বাড়ি থেকে সরোয়ারকে উদ্ধার করা হয়। নিখোঁজ সন্তানকে ফিরে পেয়ে পুলিশকে ধন্যবাদ জানায় তার পরিবার।