ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানার সদস্যরা।
গত সোমবার (১৫ এপ্রিল) রাতে নগরীর বোয়ালিয়া থানাধীন সুজানগর শিল্পীপাড়া এলাকার নিজ বাড়ি থেকে আসামি পলাশ কুমার নাথ ওরফে র্যামবো ওরফে রেমুকে (৩৯) গ্রেপ্তার করা হয়।
কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন জানান, ১২ এপ্রিল সন্ধ্যার দিকে ভুক্তভোগীকে (১৮) কৌশলে মোটরসাইকেলে উঠিয়ে উপশহর এলাকায় নিয়ে যান পলাশ ও তাঁর এক সহযোগী। রাত সাড়ে ৯টার দিকে কাশিয়াডাঙ্গা থানাধীন মোল্লাপাড়া এলাকার একটি বাগানে নিয়ে তাঁকে ধর্ষণ করেন আসামিরা। এরপর অসুস্থ অবস্থায় ভুক্তভোগীকে রাণীদিঘী কোর্ট কলেজ সড়কে ফেলে চলে যান।
ওসি জানান, এ ঘটনায় মামলা করেন ভুক্তভোগীর বাবা। তদন্তের একপর্যায়ে তথ্য ও প্রযুক্তির সহায়তায় পলাশকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।