গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কাশিমপুর থানার পুলিশ অভিযান চালিয়ে ৪৭০টি ইয়াবা বড়িসহ চারজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্র জানায়, সোমবার কাশিমপুর থানাধীন চকপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪৭০টি ইয়াবা বড়িসহ মানিক মিয়া (৩২), খলিলুর রহমান (৪৮), হাকিম আলী হোসেন (৫১) ও শাহাদাত আলীকে (৩০) গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।