বরিশালের কালীগঞ্জ নৌ ফাঁড়ি পুলিশের অভিযানে জব্দ করা কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ছবি: বাংলাদেশ পুলিশ

বরিশালের কালীগঞ্জ নৌ ফাঁড়ি পুলিশ মেঘনা নদীর বিভিন্ন শাখায় অভিযান চালিয়ে ২ লাখ ৮০ হাজার মিটার কারেন্ট জাল ও প্রায় ১৫০ কেজি জাটকা জব্দ করেছে। পাশাপাশি একটি ট্রলারসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, কালীগঞ্জ নৌ ফাঁড়ির ইনচার্জ, সঙ্গীয় অফিসার এবং ফোর্সসহ মেঘনা নদীর বিভিন্ন শাখায় অভয়ারণ্যে জাটকা নিধনবিরোধী অভিযান পরিচালনা করে প্রায় ২ লাখ ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে, যার আনুমানিক মূল্য ৮৪, লাখ টাকা। এ ছাড়া প্রায় দেড় শ কেজি জাটকা জব্দ করা হয়। অভিযানকালে আটক একজনের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা করা হয়। এ ছাড়া একটি ট্রলার আটক করা হয়।

উদ্ধার করা অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছ অসহায় ব্যক্তিদের মধ্যে বিতরণ করা হয়।