বরিশালের কালীগঞ্জ নৌ ফাঁড়ির পুলিশ মেঘনা নদীতে অভিযান চালিয়ে আনুমানিক ৩ লক্ষ ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৮ কেজি জাটকা জব্দ করেছে।
নৌ ফাঁড়ির উপপরিদর্শকের নেতৃত্বে একটি টিম আজ ১ আগস্ট এ অভিযান চালায়। তারা মেঘনা নদী ও এর বিভিন্ন শাখায় ভাসমান ও পাতানো অবস্থায় এ বিপুল পরিমাণ জাল উদ্ধার করে।
উদ্ধার জালের আনুমানিক মূল্য ৯৩ লক্ষ টাকা। জাটকার আনুমানিক মূল্য ২ হাজার ৪০০ টাকা।
উদ্ধার করা জাল উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জাটকা অসহায়দের মাঝে বণ্টন করা হয়।