বরিশালের মেহেন্দীগঞ্জ থানাধীন কালিগঞ্জ নৌ ফাঁড়ির পুলিশ মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৪২ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৮০ কেজি মাছ উদ্ধার করে জব্দ করেছে।
কালিগঞ্জ নৌ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে নৌ পুলিশের একটি টিম আজ রোববার মেঘনা নদীতে দুটি পৃথক মা ইলিশ সংরক্ষণ অভিযান চালায়।
অভিযানে উদ্ধার কারেন্ট জালের আনুমানিক মূল্য ১২ কোটি ৬০ লক্ষ টাকা ও মাছের আনুমানিক মূল্য ২৪ হাজার টাকা ।
অভিযানে মাছ ধরার অপরাধে ৬ জনকে আটক করা হয়। এদের মধ্যে দুই জনের বিরুদ্ধে মেহেন্দিগঞ্জ থানায় মৎস্য আইনে মামলা ও তিনজনকে মোবাইল কোর্টে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে ।
এছাড়া জব্দ করা ১৮ টি নৌকা ও ৬টি ট্রলার পানিতে ডুবিয়ে ধ্বংস করা হয়েছে ।
উদ্ধারকৃত অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস এবং মাছ এতিমখানায় ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে।