বরিশালের কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা ২ লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে।
সোমবার (২৮ আগস্ট) নৌ পুলিশ জানায়, মেঘনা নদী ও এর বিভিন্ন শাখায় অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।
জব্দ করা জালের আনুমানিক দাম ৬৬ লাখ টাকা। পরে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।