মাদারীপুরের কালকিনি থানা-পুলিশের অভিযানে ৪০০টি ইয়াবা বড়ি, ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৮ ফেব্রুয়ারি) রাতে কালকিনি থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন কালকিনি থানা এলাকার সোহাগ সরদার ও সাব্বির ওরফে সালমান চৌকিদার।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।