জব্দ করা গাঁজা। ছবি : বাংলাদেশ পুলিশ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কামরাঙ্গীরচর থানার সদস্যরা ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন।

শনিবার (৫ আগস্ট) রাতে কামরাঙ্গীরচর থানাধীন কয়লাঘাট এলাকা থেকে আসামি কুলসুম বেগম ও রেজিয়া বেগমকে গ্রেপ্তার করা হয়।

কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তফা আনোয়ার জানান, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।