রাজধানীর কামরাঙ্গীরচর থেকে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কামরাঙ্গীরচর পুলিশ। তাঁর নাম মো. কাওসার।
সোমবার (৪ এপ্রিল) রাত ১১টা ৫০ মিনিটের দিকে পাকাপুল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। খবর ডিএমপি নিউজের।
কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, একজন মাদক কারবারি কামরাঙ্গীরচর থানার পাকাপুল জহুরা কমিউনিটি সেন্টারের সামনে ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছেন বলে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালিয়ে ইয়াবাসহ কাওসারকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা বড়ি ও ইয়াবা বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
ওসি বলেন, গ্রেপ্তার ব্যক্তি সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। তাঁর বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় মামলা হয়েছে।