রাজধানীর কামরাঙ্গীরচর থেকে ইয়াবাসহ দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কামরাঙ্গীরচর থানা পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার দুজন হলেন সাদিয়া রহমান নিশি ও শারমিন আক্তার।
কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোস্তফা আনোয়ার ডিএমপি নিউজকে জানান, শুক্রবার গোপন তথ্যের ভিত্তিতে থানার লোহার ব্রিজ ঢাল সংলগ্ন একটি মোটরসাইকেল গ্যারেজের সামনে থেকে ২ হাজার ইয়াবা বড়িসহ ওই দুই নারীকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও জানান, পুলিশের রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায়, গ্রেপ্তার শারমিন আক্তারের বিরুদ্ধে কক্সবাজারের রামু থানায় আরও দুটি মাদকের মামলা রয়েছে।
কামরাঙ্গীরচর থানায় করা মামলায় গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।