কুমিল্লা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা ৬০ কেজি গাঁজা ও একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে। তবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (১৮ জুলাই) রাতে দেবীদ্বার থানাধীন ইউসুফপুর এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশ থেকে কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়।
ডিবির উপপরিদর্শক (এসআই) মো. এনায়েত উল্লাহ জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কাভার্ড ভ্যান রেখেই সেখান থেকে পালিয়ে যান কয়েকজন ব্যক্তি। পরে ভ্যানে তল্লাশি চালিয়ে ৬০ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় দেবীদ্বার থানায় মামলা করা হয়েছে।