কুমিল্লার চৌদ্দগ্রাম থানা-পুলিশের অভিযানে ৫৪ কেজি গাঁজা, একটি কাভার্ড ভ্যানসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ভোরের দিকে চৌদ্দগ্রাম থানাধীন উজিরপুর ইউনিয়নের উত্তর প্রতাপপুরসংলগ্ন চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আসামি সুমনের (২৬) বাড়ি নোয়াখালীর সুবর্ণচর থানা এলাকায়।
চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হোসেন রায়হান জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।