চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) উত্তর ও দক্ষিণ বিভাগের অভিযানে ৬৫ হাজার ৫০০টি ইয়াবা বড়িসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত সোমবার (৮ জুলাই) নগরীর কর্ণফুলী থানাধীন নতুন ব্রিজ টোল প্লাজার সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন মো. ইসলাম (৩৮) ও মো. হাবিব (২৮)। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
সিএমপি ডিবির (উত্তর-দক্ষিণ) উপপুলিশ কমিশনার মোসা. সাদিরা খাতুন জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে ওই কাভার্ড ভ্যানসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ভ্যানটির মধ্যে একটি বিশেষ চেম্বার থেকে ৬৫ হাজার ৫০০টি ইয়াবা বড়ি জব্দ করা হয়।
তিনি আরও জানান, কক্সবাজার থেকে ইয়াবার চালান ঢাকায় নেওয়ার পরিকল্পনার কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন আসামিরা। তাঁদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা করা হয়েছে।