শিক্ষা ও কাজের দাবিতে রোববার আফগানিস্তানের রাজধানী কাবুলে বিক্ষোভ করেন নারীরা। ছবি: সংগৃহীত

‘রুটি, কাজ, স্বাধীনতা’ স্লোগানে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিক্ষোভ করেছেন নারীরা।

ক্ষমতাসীন তালেবানের বিধিনিষেধের প্রতিবাদে রোববার এ বিক্ষোভ করেন তাঁরা। খবর বাসসের।

বিক্ষোভকারীরা শিক্ষা মন্ত্রণালয়ের সামনে ‘শিক্ষা আমার অধিকার, স্কুল আবার খুলুন’ স্লোগান দেন। ওই সময় তাঁদের অনেকেরই মুখমণ্ডল বোরকায় ঢাকা ছিল।

এএফপির একজন সংবাদদাতা জানিয়েছেন, কর্তৃপক্ষ সাধারণ পোশাকে তালেবান যোদ্ধাদের মোতায়েন করায় সমাবেশ শেষ করার আগে বিক্ষোভকারীরা কয়েক শ মিটার পর্যন্ত মিছিল করতে পেরেছে।

বিক্ষোভকারী ঝোলিয়া পারসি বলেন, ‘আমরা একটি ঘোষণা পড়তে চেয়েছিলাম, কিন্তু তালেবান অনুমতি দেয়নি। তারা কিছু মেয়ের মোবাইল ফোন কেড়ে নেয় এবং আমাদের প্রতিবাদের ছবি বা ভিডিও ফুটেজ নিতেও বাধা দেয়।’