রাজশাহী মহানগরের কাটাখালী থানার সুচরন পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে তিনটি চোরাই অটোরিকশা, অটোরিকশার বিভিন্ন সরঞ্জামসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে কাটাখালী থানা-পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রফিকুল ইসলাম (৩৮), আজিজুল হক (২৫) ও মো. রাজিব (২৫)।
আরএমপি জানায়, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার বিভাগের উপকমিশনার মধুসূদন রায়ের সার্বিক তত্ত্বাবধানে কাটাখালী থানা-পুলিশের একটি টিম থানা এলাকায় ডিউটি করছিল। ওই সময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কাটাখালী থানার সুচরন পূর্বপাড়া এলাকায় রফিকুল ইসলামের বাড়িতে চোরাই অটোরিকশা ক্রয়-বিক্রয় হচ্ছে।
ওই খবরের পরিপ্রেক্ষিতে কাটাখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুর রহমানের নির্দেশনায় এএসআই মো. আসাদুজ্জামান ও তাঁর টিম গতকাল মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে কাটাখালী থানার সুচরন পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে। ওই সময় তাঁদের কাছ থেকে তিনটি অটোরিকশা, ওয়েন্ডিং মেশিন ও এয়ার কম্প্রেসারসহ অটোরিকশার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা জানান, তাঁরা রাজশাহী মহানগরের বিভিন্ন এলাকার চোরদের কাছ থেকে চোরাই অটোরিকশা কিনে থাকেন।
আরএমপির কাটাখালী থানায় মামলা করে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।