মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)কে বাংলাদেশ পুলিশের মালিকানাধীন বিভিন্ন অব্যবহৃত স্থাপনায় কৃষি ও মৎস্য চাষের জন্য বলেছেন।
এ ছাড়া জনগণের উদ্দেশে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য ছিল, ‘যাঁর যতটুকু ফাঁকা জায়গা আছে, বাড়ির আশপাশে শাকসবজি চাষ করুন। বাড়িতে থেকে ভবিষ্যৎ খাদ্যসংকট যেন না পড়ে, সেই লড়াই করুন। এ দেশের উর্বর মাটি আপনাকে খাদ্যের জোগান দিতে প্রস্তুত।’
তারই ধারাবাহিকতায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ভারপ্রাপ্ত) প্রলয় চিসিমের দিকনির্দেশনা এবং উপকমিশনার সদর দপ্তর নজরুল হোসেনের উদ্যোগে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিটি অব্যবহৃত স্থাপনায় পুরো উদ্যমে সবুজ কৃষি ও মাছ চাষ চলমান রয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় উপকমিশনার উত্তর জাকির হোসেন মজুমদার পিপিএম, কাউনিয়া থানার অফিসার ইনচার্জ থানার অব্যবহৃত জমিতে রোপণ করা শাকসবজির খেত ও ফলের বাগান পরিদর্শন করেন।