ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার পুলিশ অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে।
গতকাল শনিবার বেলা তিনটার দিকে কসবা থানার পুলিশের একটি টিম কসবা পৌরসভার শাহপুর বাজারের আফসার উদ্দিন উচ্চবিদ্যালয়ের সামনে এই অভিযান চালানো হয়। সেখানে একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি চালিয়ে মোহাম্মদ রনি ভুইয়া (২৮) ও সাগর প্রকাশ হৃদয় (১৯) নামের দুই মাদক কারবারিকে আটক করে। এ সময় তাঁদের হেফাজত থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটক মাদক কারবারিদের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।