সাতক্ষীরার কলারোয়া থানা-পুলিশের অভিযানে একটি দেশি পিস্তল ও ৭টি গুলিসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে কলারোয়া থানাধীন কিসমত ইলিশপুর মিস্ত্রি মোড় থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়।
আসামি মো. কামাল হোসেন যশোরের বেনাপোল থানা এলাকার বাসিন্দা।
কলারোয়া থানা-পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে পিস্তল ও গুলি জব্দ করা হয়। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।