সাতক্ষীরার কলারোয়া উপজেলায় অভিযান চালিয়ে মদসহ এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। বৃহস্পতিবার (৪ মে) কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি হলেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার রামভ্রদপুর এলাকার মৃত মোকাদ্দেস হোসেনের ছেলে ফারুক হোসেন (৩৫)। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের (পিপিএম) নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. আমিনুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামানের তত্ত্বাবধানে থানা-পুলিশ এ অভিযান পরিচালনা করে।