সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বিজয়ী কলসিন্দুরের ৮ ফুটবলারকে সংবর্ধনা দিয়েছে ময়মনসিংহ জেলা পুলিশ। ২ দিনব্যাপী আয়োজনের শেষ দিনে আজ শুক্রবার এই সংবর্ধনা দেওয়া হয়। খবর দ্য ডেইলি স্টারের।
সকালে নগরীর টাউন হল মোড়ে পুলিশ অফিসার্স মেসে সানজিদা আক্তার, মারিয়া মান্ডা, শিউলি আজিম, তহুরা খাতুন, শামছুন্নাহার (সিনিয়র), শামসুন্নাহার (জুনিয়র), সাজেদা আক্তার ও মার্জিয়া আক্তারকে ফুলের মালা দিয়ে বরণ করে জেলা পুলিশ।
পরে সুসজ্জিত দুটি ঘোড়ার গাড়িতে এই কৃতী ফুটবলারদের পুলিশ লাইনসে আনা হয়। মঞ্চে দেওয়া হয় সংবর্ধনা।
অনুষ্ঠানে রেঞ্জ পুলিশের ডিআইজি দেবদাস ভট্টাচার্য তাঁদের হাতে তুলে দেন সম্মাননা ক্রেস্ট ও অর্থ। ওই সময় ফুটবলারদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের ফলে এই প্রত্যন্ত অঞ্চলের মেয়েরা খেলতে পারছে। দেশের সুনাম বয়ে এনেছে।
কলসিন্দুর থেকে প্রতিবছর আরও নারী ফুটবলার উঠে আসতে পারে, সে জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
পুলিশ সুপার মাছুম আহমেদ ভূঞার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এহতেশামুল আলম, সহসভাপতি সাজ্জাত জাহান চৌধুরী শাহীন, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম দেলোয়ার হোসেন মুকুল, সাধারণ সম্পাদক মাসুদ আহম্মেদ রানা, কলসিন্দুর নারী ফুটবল দলের কোচ মো. মফিজ উদ্দিনসহ অনেকে।