কর্তব্যকালে মৃত্যুবরণকারী চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সার্জেট মো. মোজাহিদ চৌধুরীর জানাজা হয়েছে।
দামপাড়া পুলিশ লাইনসের মাল্টিপারপাস শেডে মঙ্গলবার বন্দর বিভাগে কর্মরত এ সার্জেন্টের জানাজা হয়।
জানাজা শেষে সিএমপির পক্ষে তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়। ওই সময় অন্য সহকর্মীদের সঙ্গে নিয়ে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সার্জেট মোজাহিদ চৌধুরীর মৃত্যুতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ গভীরভাবে শোকাহত।