চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কর্ণফুলী থানার অভিযানে ১ হাজার ১৪০টি ইয়াবা বড়িসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৬ এপ্রিল) নগরীর কর্ণফুলী থানাধীন আখতারুজ্জামান চৌধুরী বাবু চত্বর থেকে আসামি মো. তাজ উদ্দিন মনির ওরফে রাশেদকে গ্রেপ্তার করা হয়।
কর্ণফুলী থানার এসআই মো. বিল্লাল হোসেন জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।