করোনা থেকে সেরে উঠলেও আর্জেন্টিনার জাতীয় দলের বাইরে রয়ে গেছেন লিওনেল মেসি। বিশ্বকাপ বাছাইপর্বের পরের দুই ম্যাচে লিওনেল মেসিকে বিশ্রাম দিয়েছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। খবর আজকের পত্রিকার।
সম্প্রতি করোনা সংক্রমিত হন মেসি। এখন অবশ্য সেরে উঠেছেন। মাঠে ফিরতেও উন্মুখ হয়ে আছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ‘সুস্থ হতে যে সময় লাগবে ভেবেছিলাম, তার চেয়ে বেশি সময় লেগেছে। কিন্তু আমি প্রায় সুস্থ হয়ে উঠেছি। মাঠে ফিরতে উন্মুখ হয়ে আছি।’
কাতার বিশ্বকাপ বাছাইপর্বে ২৮ জানুয়ারি চিলি ও ৩ ফেব্রুয়ারি কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা দল। এই দুই ম্যাচে মেসিকে ছাড়াই স্কোয়াড চূড়ান্ত করেছেন কোচ স্কালোনি। স্কোয়াডে রাখা স্ট্রাইকার জিওভানি সিমিওনকে সুযোগ দিতে চান কোচ। মলিনা ও নেহুয়েন পেরেসকেও রেখেছেন দলে।