ছবি : সংগৃহীত

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১ হাজার ১৯২ জন।

আজ মঙ্গবার (১ ফেব্রুয়ারি) সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। খবর দ্য ডেইলি স্টারের।

গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৬৭ হাজার ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণ হার ১১ দশমিক ৬৯ শতাংশ।

ভারতে এ পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৯৬ হাজার ২৪২ জন এবং মোট আক্রান্ত হয়েছেন ৪ কোটি ১৪ লাখ ৬৯ হাজার ৪৯৯ জন।

ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আজ জানিয়েছেন, দেশটির প্রাপ্ত বয়স্ক জনসংখ্যার ৯০ শতাংশ প্রথম ডোজ পেয়েছেন।