যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিংকেন বুধবার (৪ মে) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নিড প্রাইস এক বিবৃতিতে এ তথ্য জানান। খবর বাসসের।
বিবৃতিতে নিড প্রাইস বলেন, পিসিআর টেস্টের মাধ্যমে ব্লিংকেনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ ছাড়া গত কয়েক দিনে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তাঁর সরাসরি সাক্ষাৎ হয়নি।