নরসিংদীর করিমপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা ১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন।
বুধবার (২৪ এপ্রিল) বিকেলে করিমপুর বাজার-সংলগ্ন মেঘনা নদীতে ভাসমান স্পিডবোট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আসামি মো. সবুজ মোল্লার (২৪) বাড়ি নরসিংদী সদর থানা এলাকায়।
করিমপুর নৌ পুলিশ জানায়, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।