রংপুর মেট্রোপলিটন পুলিশের লোগো। ছবি: সংগৃহীত

আগামী ৩০ অক্টোবর কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে সারা দেশের মতো বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিউনিটি পুলিশিং কমিটি।

দিবসটির এবারের প্রতিপাদ্য, ‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’।

আরপিএমপির গৃহীত কর্মসূচি অনুযায়ী, ২৯ অক্টোবর মাহিগঞ্জ থানাধীন মেকুড়া সড়কের দুই ধারের দুই কিলোমিটার পর্যন্ত সহস্রাধিক চারা রোপণ করা হবে। ৩০ অক্টোবর সকাল ১০টার দিকে শহরের বঙ্গবন্ধু ম্যুরালের পাদদেশে সব ধর্মের নেতাদের উপস্থিতিতে সাদা পায়রা উড়িয়ে সম্প্রীতি সম্মেলনের আয়োজন করা হয়েছে।

দিনের অন্য কর্মসূচির মধ্যে রয়েছে রক্তদান ও ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্প, টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচের আয়োজন ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ।

২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরপিএমপির উদ্বোধন করেন। এরপর আরপিএমপির প্রথম কমিশনার মোহা. আবদুল আলীম মাহমুদ বিপিএমের উদ্যোগে ৬টি থানা এলাকা নিয়ে কমিউনিটি পুলিশিং রংপুর মেট্রোপলিটনের যাত্রা শুরু হয়।