চারণকবি রাধাপদ রায়ের (৮০) ওপর হামলাকারী রফিকুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।
বুধবার (৪ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম শহর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আসামি রফিকুলের বাড়ি নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের কচুয়ারপাড় গ্রামে।
কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) আল আসাদ মো. মাহফুজুল ইসলাম জানান, গত ৩০ সেপ্টেম্বর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কবি রাধাপদ রায়কে মারধর করেন আসামি রফিকুল ও মো. কদুর রহমান। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে নাগেশ্বরী থানায় মামলা করেন। তদন্তের একপর্যায়ে তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামি রফিকুলকে গ্রেপ্তার করা হয়। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।