রাজধানীর শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিএমপির ওয়ারী বিভাগের কদমতলী থানা-পুলিশ। খবর ডিএমপি নিউজের।
কদমতলী থানার অফিসার ইনচার্জ কাজী আবুল কালাম জানান, এসআই কবির হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ হোন্ডা মোবাইল ডিউটি করাকালীন তথ্য পান, শনির আখড়া এলাকায় গাঁজা কেনাবেচা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে শনির আখড়ার শনি মন্দিরসংলগ্ন কলিকাতা হারবাল দোকানের সামনে থেকে গাঁজাসহ সনিয়া আক্তার নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় নারী পুলিশের সহায়তায় তাঁর হেফাজত থেকে ছয় কেজি গাঁজা ও গাঁজা বিক্রির কাজে ব্যবহৃত একটি আইফোন জব্দ করা হয়।
গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে কদমতলী থানায় মামলা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।