ডিএমপি নিউজঃ রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কদমতলী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- মোঃ রনি ও মোঃ আরিফুল ইসলাম।
ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, ৬ মে, ২০২১ সন্ধ্যা ৭.৫০ টায় কদমতলী থানার জুরাইন নতুন ওয়াসা রোড পারভীন ক্লিনিকের সামনে থেকে গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
সূত্র আরো জানায়, তারা কুমিল্লা ও ব্রাহ্মনবাড়ীয়া জেলা হতে গাঁজা সংগ্রহ করে শনির আখড়া এলাকায় বিক্রি করত মর্মে স্বীকার করেছে।
কদমতলী থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।