ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কদমতলী থানার সদস্যরা ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
ডিএমপি জানায়, সোমবার (৪ এপ্রিল) রাতে কদমতলী থানাধীন দনিয়া এলাকা থেকে আসামি মো. মিলন হাসানকে গ্রেপ্তার করা হয়।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।